নার্সিং শিক্ষায় পিএইচডি চালুর প্রস্তাব কোইকার, বিবেচনা করছে ইউজিসি
- By Jamini Roy --
- 02 November, 2024
বাংলাদেশে নার্সিং শিক্ষায় উচ্চতর গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে পিএইচডি চালুর প্রস্তাব দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এ বিষয়ে জানান, কোইকার প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
ইউজিসির সঙ্গে কোইকার প্রতিনিধিদলের বৈঠকে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে নার্সিং খাতে উচ্চতর দক্ষতা ও গবেষণার অভাব রয়েছে। তিনি বলেন, গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে নার্সিং খাতে উন্নয়নের জন্য পিএইচডি চালু করা প্রয়োজন।
কোইকার প্রতিনিধি অধ্যাপক থেহুয়াহ লি এ বৈঠকে নার্সিং শিক্ষা ও গবেষণার ওপর একটি সমীক্ষা প্রতিবেদন তুলে ধরেন এবং পিএইচডি ডিগ্রি চালুর জন্য জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান (নিয়ানা) প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তিনি বলেন, নার্সিং শিক্ষকদের পিএইচডি ডিগ্রি প্রদানের মাধ্যমে এই খাতের শিক্ষা ও গবেষণা ত্বরান্বিত হবে এবং একটি কার্যকরী নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে।
ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান মন্তব্য করেন, পিএইচডি ডিগ্রি চালুর আগে জাতীয় স্বার্থ ও গুণগত মান নিশ্চিত করা উচিত। তিনি নার্সিং শিক্ষায় উচ্চতর গবেষণার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউজিসির অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, যুগ্ম সচিব মুহম্মদ নাজমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।